মহিচাইল উচ্চ বিদ্যালয়টি গঠনের লক্ষে প্রথম উদ্যোগ নেন বাবু অজিত কুমার সিংহ ১৯৫৮ সালে। তিনি প্রথম বাড়েরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষতা করিতেন।
পরবর্তিতে নিজের এলাকায় বিদ্যালয় গড়ার লক্ষ্যে এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সিংহ পরিবারবর্গের সম্পত্তির উপর বিস্যালয়টি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব মোঃ আবুল হাসেম ভূইয়া। বিদ্যালটির ভূমিদাতাগনের নাম ১। বাবু রজনী কান্ত সিংহ, ২। বাবু কামিনী কান্ত সিংহ, ৩। বাবু হেমেন্দ্র চন্দ্র সিংহ,
৪। বাবু রমেশ চন্দ্র সিংহ, ৫। বাবু যোগেষ চন্দ্র সিংহ, ৬। বাবু ক্ষিতীশ চন্দ্র সিংহ, ৭। জনাব মোঃ আব্দুল হামিদ চৌধুরী। বিদ্যালয়টি প্রথম টিনের ছাউনি বিশিষ্ট ঘর ছিল।
পরবর্তীতে তৎকালীন শিক্ষামন্ত্রী জনাব মোঃ মফিজুল ইসলাম মহোদয়ের সহযোগিতায় বিদ্যালটি দ্বিতল ভভনে রূপান্তরিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালটিতে খুব ভাল মানের শিক্ষক নিয়োজিত ছিলেন। যার সুবাদে অনেক দূর থেকে ভাল মানের শিক্ষার্থীরা এই বিদ্যালয়টিতে পড়াশোনা করার জন্য আসত।
তৎকালীন সময়ে নিম্নলিখিত শিক্ষকত পেশায় নিয়োজিত ছিলেন
১। জনাব মোহাম্মদ আলী
২। জনাব মোঃ আব্দুল কাদের মজুমদার
৩। জনাব মোঃ আব্দুল হাকিম
৪। জনাব মোঃ আতাউর রহমান মজুমদার
৫। জনাব মোঃ ফজলুর রহমান
৬। বাবু যতীন্দ্র চন্দ্র পাল
৭। বাবু অজিত কুমার সিংহ
৮। বাবু বিমল কান্তি বিশ্বাস
৯। বাবু পরেশ চন্দ্র রায়
১০। জনাব মোঃ আব্দুল কাদের সরকার
১১। জনাব মৌল্ভী এলাহী বক্স মজুমদার
১২। জনাব মোঃ আবু তাহের সরকার
