প্রধান শিক্ষক, আব্দুল্লাহ আল মামুন
প্রধান শিক্ষকের বাণী আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিগত ১৩/০২ ২০২৩ খ্রিঃ তারিখে সহকারি প্রধান শিক্ষক হিসেবে মহিচাইল উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। আমাদের বিদ্যালয়টি ১৯৬১ সালে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৪ নং মহিচাইল ইউনিয়নের মহিচাইল বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থিত । অভিজ্ঞ মেধাবী শিক্ষকদের তত্বাবধানে বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়ের বহু শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পদে কর্মরত আছে। এমনকি এম,পি, মন্ত্রী, সচিব ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসকও হয়েছেন। প্রতিদিন নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে শিক্ষার্থীরা নিয়মিত সমাবেশে অংশগ্রহন করে। সততা শৃংখলা মানবসেবা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ সেবার অংগীকারাব্ধ হয়ে বেরিয়ে যায়। বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ খুবই মনোরম। শিক্ষার্থীদের খেলাধূলা ও শরীরচর্চার জন্য রয়েছে বিরাট মাঠ। আই সি টি ল্যাব, বিজ্ঞানাগার ও গ্রন্থাগারের ব্যবস্থা রহিয়াছে। মহিচাইল উচ্চ বিদ্যালয়টিকে দেশ জাতি গঠনের অতুলনীয় সেরা মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করি।
